জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে টাইগার ভক্তদের হাতাশ করেছে দলের দুই সিনিয়ের ক্রিকেটার সকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ইনিংসের শুরুতেই প্রথম তিন ব্যাটার মাত্র ৬৮ রানে ফিরে গেলে দলের হাল ধরেন মুমিনুল ও মুশফিকুর রহিম। মুমিনুল ৭০ রান করে আউট হলেও মুশফিক করেছেন মাত্র ১১ রান। দলীয় ১০৬ রানের সময় মেজারাবানির বলে আউট হন মুশফিক। এর পরেই ব্যাট হাতে মাঠে নামেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু তিনিও ব্যার্থ হন। মাত্র ৫ বল খেলে তিনি আউট হন তিন রানে। দলীয় ১০৯ রানের মাথায় সকিব ফিরে যান নিয়াচির বলে।
এই নিউজ লেখার আগ পর্যন্ত দলের সংগ্রহ ৬ উইকেটে ১৯১ রান। ক্রিজে আছেন লিটন কুমার দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।