২৭ জুলাই, ২০২৪, শনিবার

বিপিএলে শক্তিশালী বরিশালের বিপক্ষে মাশরাফির সিলেট

Advertisement

আজ মুখোমুখি হচ্ছেন সাকিব-মাশরাফি। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে নিজেদের দল নিয়ে একে অপরের বিপক্ষে লড়বেন তারা।

গত আসরের ন্যায় এই আসরেও সাকিব আল হাসান বরিশালের নেতৃত্ব দেবেন। বিপরীতে প্রথমবারের মতো সিলেটের নেতৃত্ব উঠেছে মাশরাফির হাতে। আজ সন্ধ্যা ৭টায় মিরপুরে মুখোমুখি হবেন দু’জন।

গতবারের রানার্সআপ বরিশালের সবচেয়ে বড় শক্তির জায়গা সাকিব আল হাসান। চার-চারবারের বিপিএলের আসর সেরা ক্রিকেটার তিনি। সেই সাথে অভিজ্ঞতা, অর্জন, সমর্থন, সবই আছে সাকিবের সাথে। তবে সাকিব ছাড়াও দলে আছে আরো অনেক তারকা ক্রিকেটার। যারা যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। ব্যাট হাতে কর্নওয়াল, ইফতেখার, হায়দার আল, গুরবাজরা হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের ত্রাস।

শুধু বিদেশী নয়, জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ, তরুণ অলরাউন্ডার মেহেদী মিরাজ, উইকেট কিপার এনামুল হক বিজয় হতে পারেন প্রতিপক্ষের ভয়ের কারণ। বল হাতে বিদেশী ওয়াসিম জুনিয়র, করিম জানাত, উসমান কাদিরের সাথে দেশীয় ইবাদত হোসেন, খালেদ আহমেদ, কামরুল ইসলামরাই দলের ভরসা।

এদিকে এবারের আসরে সিলেট দল বেশ পরিপাটি। দেশী-বিদেশী তারকা ক্রিকেটারে শক্ত করেছে ঘাঁটি। তাছাড়া পেশাদারীত্বের ছাপ রেখেছে প্রতিটি পদক্ষেপে। ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফি বিন মর্তুজা আছেন দলটির নেতৃত্বে। দেশের ক্রিকেটের পরিচিত মুখরাই আছেন কোচিং প্যানেলে, সব মিলিয়ে সিলেট স্ট্রাইকার্স এবার সেরার কাতারে।

এবারের বিপিএলে এক ম্যাচ খেলেও ফেলেছে সিলেট। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে জয় দিয়েই আসর শুরু করে তারা। বল হাতে পাকিস্তানি মোহাম্মদ আমির, রেজাউর রাজা, রুবেল, রুবেল, অপুরা যেমন সিলেট দলকে স্বস্তি দেবে, তেমনি ব্যাট হাতে দেশীয় নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকির হাসানের সাথে অ্যাকারম্যান, পেরারারা দিতে পারেন আস্থা।

নামে-ভারে ভারী দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামছেন তামিম ইকবাল। তামিম ইকবালের খুলনার প্রতিপক্ষ নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। তারুণ্যে প্রাধান্য দিয়ে দল গড়লেও যেকোনো সময় ঢাকা হয়ে উঠতে পারে যেকোনো দলের ভয়ের কারণ। অন্যদিকে খুলনা তারকা শক্তিতেই বলিয়ান। দলে তামিম ছাড়াও, অধিনায়ক ইয়াসির রাব্বি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, দাসুন শানাকা, মোহাম্মদ সাইফুদ্দীনসহ আছেন একাধিক তারকা ক্রিকেটারের আধিপত্য।

সব মিলিয়ে দুটি জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেট সমর্থকেরা। সেই সাথে সকলেরই চাওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement