২৭ জুলাই, ২০২৪, শনিবার

শঙ্কাকে সম্ভাবনা বানিয়ে বিশ্বকাপ জিততে চান তিতে, নেইমার হল তুরুপের তাস

Advertisement

ব্রাজিল সবশেষ বিশ্বকাপের দেখা পেয়েছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে ২০ বছর, ট্রফি শূন্যতার কাল চলছে দেশটির। সেই মুহূর্তে দাঁড়িয়ে ব্রাজিলের কোচ তিতে শোনালেন আশার কথা।

এবার তার ব্রাজিল আছে সেরা ছন্দে। বাছাইয়ে অপরাজিত ও গ্রুপ সেরা হয়ে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের টিকিট।

দেশকে বিশ্বসেরা করার তীব্র বাসনা তিতের। তবে প্রত্যাশা পূরণে কিছুটা ভয়ও আছে। তবে সেসব শঙ্কা কাটিয়ে শিরোপা ঘরে তুলতে চান তিতে।
তিতে বলেন, ‘গত বিশ্বকাপে ভিন্ন এক পরিস্থিতিতে কোচ ছিলাম আমি। এবার পুরো চার বছরের চক্র পূরণ করার সুযোগ পেয়েছি। তবে আমার মধ্যেও ভয় কাজ করে, কিন্তু আমি আতঙ্কিত নই। স্বপ্ন সত্যি হওয়ার প্রশ্নে আমি দারুণ আশাবাদী। আমরা বিশ্বকাপে পৌঁছেছি; এখন আমাদের ফাইনালে উঠা এবং চ্যাম্পিয়ন হওয়ার পালা। এটিই লক্ষ্য।’

ব্রাজিল দল বর্তমান তারকা পূর্ণ। ক্লাবের হয়ে আলো ছড়াচ্ছেন, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস। আছেন পোস্টার বয় নেইমার। জাতীয় দলের হয়ে ৭৪ গোল করা এই পিএসজি তারকাকে ঘিরেই রচিত হবে সব পরিকল্পনা। এমনটাই ইঙ্গিত কোচ তিতের।

তিতে বলেন, ‘নেইমার তো নেইমারই…বড় মাপের ফুটবলার হওয়ায় নেইমারকে নিয়ে সব সময়ই বড় প্রত্যাশা থাকবে। কারণ সময় আর অভিজ্ঞতার সঙ্গে মানুষের মধ্যে পরিণতিবোধ আসে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement