২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। রাতে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় পায় তারা। রেইরা রিওতে ম্যাচের প্রথমার্ধে তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই। কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভাঙ্গার চেষ্টা করেও ব্যর্থ হয় ব্রাজিলের ফরোয়ার্ডরা। আক্রমণে গিয়েছিলো ইকুয়েডরও, কিন্তু গোলের দেখা পায়নি তারা। তাই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধে আরও একটু আক্রমণাত্মক হয় ব্রাজিলের ফরোয়ার্ডরা। ৩-৩-৪ ফর্মেশনে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙ্গে লিড নেয় ব্রাজিল। ৫৫ মিনিটে নেইমারের এসিস্টে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
পরে সেলেসাওদের সামনে সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ইনজুরি টাইমে স্পট কিক থেকে স্কোর করেন নেইমার, ব্রাজিল জয় পায় ২-০ গোলের ব্যবধানে। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলের টেবিল টপার ব্রাজিল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।