বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে রাতে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইয়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও ভারতের সাথে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১ টায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
কার্ড ও ইনজুরির জনিত কারণে ওমানের বিপক্ষে বাংলাদেশের সেরা দল খেলানো সম্ভব হচ্ছে না। দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও দর্শক হয়ে থাকতে হবে আজ। তারপরও এই ম্যাচে ভালো কিছু করতে বেশ আত্মবিশ্বাসী টাইগার ফুটবলারা।
ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে ৪-১ গোলে হেরেছিলো বাংলাদেশ।