বিশ্বকাপ ফুটলের বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারে রয়েছে বাংলার ফুটবলাররা। তিন জুন, প্রতিপক্ষ অফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। তাই আফগানদের উড়িয়ে দিতেই কঠোর অনুশীলন করছে দলের খেলোয়ারড়া। কাতারের আবোহাওয়ার সাথের এর মধ্যেই কিছূটা মানিয়ে নিয়েছে ফুটালাররা। জামালদের ফিজিও বলছেন এখন পর্যন্ত দলের সবাই সুস্থ রয়েছেন। করোনায় আক্রন্ত বা করনার লক্ষন এখনও পাওয়া যাইনি কারও শরীরে। ফিজিও ওয়াদাসা বলেন, বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতে চায় জাতীয় দলের খেলোয়াড়রা, ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি আমাদের পক্ষে যথেষ্ট ভালো করা সম্ভভ।
এদিকে করোনা থেকে সুস্থ হয়ে দলের সাথে যোগ দিয়েছে ইব্রাহিম। তিনি বলেন, মানষিক ও শারিরীক ভাবে এখন সুস্থ রয়েছেন। তার লক্ষ্য আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ার। আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ।