ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। আর অন্যদিকে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ লাখের ২৯ হাজারের বেশি। এবং করোনাভাইরাস আক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন বিশ্বের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার মানুষ ।
বিশ্বে এ পর্যন্ত ২৩৭ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৭০ ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন।
ভারত চলমান করোনাভাইরাসের তাণ্ডবে শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ভারতে মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন এবং এ পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন মানুষ।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনে।