প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা হলেন মুশফিকুর রহিম। আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।সোমবার দুপুরে নিজেদের অফিসিয়াল টুইট একাউন্টে টুইট করে এমন ঘোষণা দেয় আইসিসি।
মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডেতে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে ২৩৭ রান করেছিলেন মুশফিকুর রহিম। হয়েছিলেন সিরিজ সেরা। প্রথম দুই ম্যাচে, ম্যাচ সেরার পুরষ্কারও পেয়েছিলেন মুশফিকুর রহিম।
এর আগে মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মুশফিকের সাথে লড়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার প্রভিন জায়া বিক্রমা ও পাকিস্তানের হাসান আলী। পরে ভোট যুদ্ধে এই দুজনকে পেছনে ফেলি বিশ্বসেরার খেতাব জিতে নেন মুশি।