২৭ জুলাই, ২০২৪, শনিবার

বিশ্বের জন্য ৫০০ মিলিয়ন ডোজ টিকা কিনবে যুক্তরাষ্ট্র

Advertisement

ভ্যাকসিন কূটনীতিতে যুক্তরাষ্ট্র এবার চীনকে টেক্কা দিতে যাচ্ছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটেনের কর্নওয়ালে জি-৭ সম্মেলনে এ ভ্যাকসিন দানের ঘোষণা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈশ্বিকভাবে করোনার টিকাদান নিয়ে বাইডেন প্রশাসনের এ পদক্ষেপের ব্যাপারে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে গতকাল বুধবার ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চলতি সপ্তাহে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

একই সঙ্গে বিশ্বে কোভিড মোকাবেলায় মার্কিন পরিকল্পনার বিস্তারিত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বছরেই ২০ কোটি ভ্যাকসিন এবং আগামি বছর বাকি ৩০ কোটি ভ্যাকসিন দান করা হবে। বাইডেনের শীর্ষ কোভিড উপদেষ্টা জেফ জিয়েন্টস বিষয়টির তদারকি করছেন। 

এসব ভ্যাকসিনের ৭৫ শতাংশ জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় দেওয়া হবে। বাকি ২৫ শতাংশ দেওয়া হবে সরাসরি বিভিন্ন দেশে। আফ্রিকা ছাড়াও ৯২টি নিম্ন আয়ের দেশ এ টিকা পাবে অগ্রাধিকার এর ভিত্তিতে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন যুক্তরাষ্ট্র কোভিড মোকাবেলায় বিশ্বে নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে চায়। প্রেসিডেন্ট বাইডেন চান গণতান্ত্রিকভাবে সর্বত্র মানুষের পক্ষে মহামারির সর্বোত্তম সমাধান দিতে।

 গত মাসে প্রেসিডেন্ট বাইডেন জুনের মধ্যে ২ কোটি ও জুলাই নাগাদ আরো ৮ কোটি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিভিন্ন দেশে বিতরণের কথা জানান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement