৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

বিশ্বের সবচাইতে “বাজে ফুটবল ক্লাব” কিনতে চায় মেসিকে!

Advertisement

গেল ৩ বছর ১১ মাস ধরে একটি ম্যাচও জেতেনি। নিজেরাই নিজেদের উপাধী দিয়েছে তারা নাকি বিশ্বের সবচাইতে খারাপ বা বাজে ফুটবল দল। আর মেসি ফ্রি হওয়ার সাথে সাথে তারাই কিনতে চাইছে মেসিকে? ব্যাপারটি কি আসলেই বিশ্বাস যোগ্য মনে হয়, না হওয়াটাই স্বাভাবিক কিন্তু ব্যাপারটি আসলেই সত্য। সম্প্রতি ব্রাজিলের ইবিস স্পোর্ট ক্লাব মেসিকে কেনার কথা বলে টুইট করেছে এবং সেখানে অদ্ভুত কিছু শর্তও দিয়েছে ক্লাবটি।

তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে লেখা হয়েছে, আজ (বুধবার) বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে মেসির থাকবে নতুন ক্লাব। সাক্ষর করুন, মেসি। এর সাথে সাথে একটি চুক্তিপত্রের সাথে দিয়েছে ৬ টি অদ্ভত প্রস্তাব। অবিশ্বাস্য এই প্রস্তাবগুলি হচ্ছে মেসির সঙ্গে চুক্তিটি হবে ১৫ বছরের। যা শুরু হবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকেই এবং মেসসির বেতন দেয়া হবে ক্লাবের আয় অনুযায়ী।

৬ প্রস্তাবের সবচেয়ে হাস্যকর প্রস্তাব হল, ক্লাবটির সাথে চুক্তি সাক্ষরের আগে একটি আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলতে হবে, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement