২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

দাবাড়ু অভিমান্যুর অনন্য এক রেকর্ড

Advertisement

লিও লুক মেন্ডেস্কাকে হারিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দাবাড়ু অভিমন্যু মিশ্র। মাত্র ১২ বছর বয়সে গ্রান্ডমাস্টার হওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম। ২৫০০ রেটিং পয়েন্ট পার করেছিলেন আগেই। পরে ২৬০০ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বরের সবচাইতে কম বয়সী দাবাড়ু ও গ্রান্ডমাস্টার লিও লুক মেন্ডেঙ্কাকে হারিয়েছিলেন তিনি। এছাড়াও এপ্রিল ও মে মাসে জিতেছিলেন দুটি জিএম নর্ম। হাঙ্গেরির বেন্স ও লেজকোকে হারিয়ে তৃতীয় নর্মটি জিতেছিলেন তিনি। সবশেষ অভিমান্যু জিতেছিলেন জিএম মিক্স টুর্নামেন্টে।

১৯ বছর বয়সী সার্জে কার্জকিনের রেকর্ড ভেঙ্গে তিনি গড়েন নতুন এই রেকর্ড।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement