২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

বিড়ির প্যাকেটে মেসির নাম; তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম

Advertisement

মেসি নাকি নেইমার, কে সেরা! আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এসব ইস্যু নিয়ে তর্ক বিতর্কের কোন শেষ নেই। তাদের দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রল হয় প্রতিনিয়ত। তাদের ভক্ত সমর্থকরাই করে থাকে নানা রঙের ট্রল। তবে বিড়ি বা সিগারেটের প্যাকেটে মেসির নাম থাকবে কিংবা বিড়ির নামই হবে মেসি বিড়ি এমন ঘটণা মেনে নিতে নিশ্চয়ই কষ্ট হবে মেসি ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ছবিই ছড়িয়ে পড়েছে। একটি বিড়ির প্যাকেটে মেসির ছবি দিয়ে সেটির নাম দেওয়া হয়েছে “মেসি বিড়ি” সেই প্যাকেটটি দেখলেই বোঝা যায় এটি ভারতের মুর্শিদাবাদে প্রস্তুত করা হয়েছে। এবং এই বিড়ির নাম দেওয়া হয়েছে মেসি বিড়ি।

এই ঘটণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়, মেসি বিরোধীররা করছে ট্রল। মেসি বিড়ির ছবি পোস্ট করে এক ব্যাক্তি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মুর্শিদাবাদই বিড়ির প্যাকেটে মেসি! ‘কোপা জিতে প্রথম বিজ্ঞাপন’ উচ্ছ্বসিত ভক্তরা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement