১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

বিয়ের আগেই ডিভোর্স হতে যাচ্ছে “রনবীর-আলিয়ার”!

Advertisement

বলিউড স্টার রনবীর কাপুর ও আলিয়া ভাটের বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এমনটাই দাবি করেছেন ভারতের এক পরিচালক। কমল আর খান তার ব্যক্তিগত টুইটারে এই দুই তারকার বিচ্ছেদের ব্যাপারে লেখেন আগামী বছরেরর শেষের দিকে আলিয়া ও কাপুরের বিয়ে করার কথা রয়েছে। তবে বিয়ের ১৫ বছর পরে তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আর রনবীর কাপুরই নাকি আলিয়াকে ডিভোর্স দিবে।

এর আগে আমির খান ও কিরণের ও প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে ভবিষ্যতবাণী করেছিলেন এই পরিচালক। এবার মুখ খুললেন রনবীর ও আলিয়াকে নিয়ে। তবে আলিয়া ও রনবীর এখনও বিয়েই নিশ্চিত হয়নি।

এর আগে দীপিকার সাথে প্রেমের সম্পর্ক শেষ হয়ে যাবার পর ক্যাটরিনা কাইফের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। পরে কাইফকে ছেড়ে রনবীর ধরেন আলিয়া ভাটকে। করোনায় কাপুর পরিবারের সদস্যদের একের পর এক মৃত্যু না ঘটলে হয়তো এতদিন আলিয়া ভাটের সাথে বিয়েটা করেই ফেলতেন রনবীর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement