২৭ জুলাই, ২০২৪, শনিবার

বীমা কোম্পানির সাথে প্রতারণা করে গ্রেফতার হংকং জাতীয় দলের ক্রিকেটার

Advertisement

বীমা কোম্পানির সাথে প্রতারণা করে গ্রেফতার হয়েছেন হংকং জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আইজাজ। সেখানকার একটি বীমা কোম্পানকে এই ক্রিকেটার ভুল তথ্য দিয়েছিলেন। বীমা কোম্পানিকে তথ্য আইজাজ বলেছিলেন বর্তমানে তিনি শাররীকভাবে অক্ষম হয়ে গিয়েছেন। এবং সেই বীমা কোম্পানি থেকে হাতিয়ে নিয়েছিলেন নগদ অর্থও।

এই ঘটনার পরেও তিনি কমপক্ষে ১০টি টুর্নামেন্টে খেলেছেন। পরে বীমা কোম্পানি যখন জানতে পারে হংকং জাতীয় দলের এই ক্রিকেটার তাদের প্রতারিত করেছেন, তখনই তারা আইনের আশ্রয় নেয়। পরে স্থানীয় পুলিশ গ্রেফতার করে আইজাজকে। বীমা কোম্পাইনিটি আইজাজের বিরুদ্ধে ২.৮৭ মিলিয়ন হংকং ডলার জালিয়াতির অভিযোগ দিয়েছে হংকং পুলিশের কাছে।

২৮ বছর রয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৫৮টি। ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৯টি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement