প্রিমিয়ার লিগ ক্রিকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে ঢাকা আবাহনী। বিকেএসপির চার নাম্বর ক্রিকেট গ্রাইন্ডে টস হেরে ব্যাট করতে নেমে নঈম শেখের ৭০ আর আফিফের ৫৪ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮৩ রান তোলে ঢাকা আবাহনী। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। যখন আবার খেলা শুরু হয় তখন বৃষ্টি আইনে ম্যাচ নামিয়ে আনা হয় ১৭ ওভারে। আর শাইনপুকুরের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৪৮ রানের। এই টার্গেট তারা করতে নেমে মাত্র ১২৩ রানেই শেষ হয় নির্ধারিত ওভারের খেলা। ফলে ২৫ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে মুশফিকুর রহিমের দল। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন নাঈম শেখ।
এদিকে দিনের আরেক ম্যাচে হেরেছে ঢাকায় ক্লাব ক্রিকেটের আরেক জায়ান্ট ঢাকা মোহামেডান। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ৯ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান। দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে মাত্র ১১৩ রান তোলে তারা। জবাবে ১১৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় রুপগঞ্জ। দলের হয়ে ৫১ রান করেন পিনাক ঘোষ।