গেল বছর করোনার কারণে বন্ধ হয়েছিলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), তবে এবার করোনা পরিস্থিতি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০ ওভারের ম্যাচ আয়োজন করে সিসিডিএম। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয় টানা বর্ষণ , প্রায় টানা চার ঘণ্টা বৃষ্টির ফলে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় স্থগিত ঘোষণা করা হয় আজকের ম্যাচগুলি। তবে তিন জুন থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেদিনই আয়োজন করা হবে দ্বিতীয় রাউন্ডের স্থগিত হওয়া ম্যাচগুলি।
এমন সংবাদ গণমাধ্যমে জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, জন্য আজকে স্থগিত হওয়া খেলা গুলো আগামী তিন জুন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সেই ক্ষেত্রে প্রতিটি রাউন্ডের খেলা একদিন করে পেছানো হয়েছে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন আরও জানান, তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।