আবহাওয়া অফিসের সমীক্ষা অনুযায়ী এই মাসের পুরোটা সময়ই থাকবে বৃষ্টি। অঝোর ধারায় বৃষ্টি না থাকলেও, থেমে থেমে হলেও প্রতিদিনই বৃষ্টির ছোঁয়া পাবে ঢাকা। গত কাল ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের তিনটি ম্যাচই স্থগিত করা হয়েছে এই বৃষ্টির কারণে। রেলিগেশনের ম্যাচ গুলোও স্থগিত করা হয়েছে একই কারণে। আজ (রোববার) সুপার লিগের প্রথম ম্যাচ বৃষ্টির বাধায় পণ্ড হয়েছে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতেও নেমেছিলো গাজী-গ্রুপ ক্রিকেটার্স। ১২ ওভার ব্যাটও করেছিলো তারা। ৪ উইকেটে তুলেছিলও ৭৩ রান। কিন্তু কি আর করার গত দিনের মত আজকেও বৃষ্টিতে মাঠ ছাড়তে হলো তাদের। অবশ্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলো ফিল্ড আম্পায়াররা তবে শেষ রক্ষা হয়নি। আউটফিল্ড ও উইকেট কোনটিই খেলার জন্য একদমই উপযোগী করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচ রেফারিরা সিদ্ধান্ত নেয় ম্যাচটি আজকের জন্য বাতিল করার। পরবর্তী কোন সময় এই ম্যাচটি আবারও আয়োজন করবে সিসিডিএম।