গেলো দুদিন হলোই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো রাজধানীতে। শনিবার সকালে বৃষ্টির তেজটা একটু বেশিই ছিলো। সকাল থেকেই মিরপুরে বৃষ্টি হচ্ছিলো মুশলধারায়,এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হওয়ার কথা ছিলো প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়েও নেমিছিলো প্রাইম দোলেশ্বর। ১ ওভার তিন বলের সময় বৃষ্টির দাপটে মাঠ ছাতে হয় তাদের। তখন প্রাইম দোলেশ্বরের রান ছিল বিনাউইকেটে ৮ রান।
পরে কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছিলো বৃষ্টি থামলে আবার ম্যাচ শুরু করা হবে কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ও মাঠ খেলা উপযোগী না থাকায় ম্যাচটি পরত্যাক্ত ঘোষণা করে ফিল্ড আম্পায়াররা। ফলে সুপার লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগ করে সন্তুষ্ট থাকতে হয় প্রাইম দোলেশ্বর ও গাজীগ্রুপকে।