এর আগের দেখাতেই সাকিবকাণ্ডে তোলপাড় হয়ে গিয়েছিলো দেশের ক্রিকেটঙ্গন। এই ম্যাচে সাকিব নেই, নেই মোহামেডানের আরেক তারকা তাসকিন আহমেদও। সেটাও কথা না। মোহামেডান ও আমবাহনীর মুখোমুখি লড়াই মানেই বিশেষ কিছু। ঢাকায় ক্রিকেটের উত্তজনাপূর্ণ আবাহনী ও মোহামেডানের ম্যাচটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কিন্তু বৃষ্টির হানায় তা থেকে বঞ্চিত হলো হাজারও ক্রিকেট ভক্ত। অবশ্য সকাল থেকে শুরু হওয়া তিনটি ম্যাচই মাঠে গাড়াতে পারেনি বৃষ্টির কারণে। প্রথম ম্যাচে ১.৩ ওভার খেলা হওয়ায় গাজীগ্রুপ ও দোলেশ্বর পয়েন্ট ভাগ করে নিয়েছিলো। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্যচে একটি বলও মাঠে গড়ায়নি। তাই ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। সুপার সিক্সের ম্যাচগুলোর মাঝেই যেকোন এক রেষ্ট ডে তে আয়োজন করা হবে ম্যাচ দুটি। তবে রাতে জরুরী মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।