বরগুনা সদর উপজেলার ৬ নম্বর ইউনিয়নের দক্ষিণ বড়লবনগোলা গ্রামের বৃদ্ধ মো. ইউসুফ (৬৮) বাস্তবে জীবিত। কিন্তু বয়স্ক ভাতার আবেদন করতে গিয়ে জানলেন কাগজে-কলমে তিনি ‘মৃত’।
গত আগস্টে বয়স্ক ভাতা পেতে অনলাইনে আবেদন করতে যান ইউসুফ। তবে কোনো ভাবেই অনলাইনে ডাটা এন্ট্রি করা যাচ্ছিল না। তখন তিনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন কাগজপত্রে তাকে ‘মৃত’ দেখানো হয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটও দিতে পারেননি এই বৃদ্ধ। পাচ্ছেন না বয়স্ক ভাতা। এমনকি কাগজপত্রে মৃত দেখানোর কারণে করোনার ভ্যাকসিনও নিতে পারছেন না তিনি। এখন নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে বিভিন্ন অফিসে ধরনা দিচ্ছেন ইউসুফ।
কিন্তু কীভাবে জীবিত থেকেও মৃত হলেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাকে জানানো হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি আমি জেনেছি। ইউসুফের সমস্যা দ্রুতই সমাধান হবে বলে আশা করছি।