২৭ জুলাই, ২০২৪, শনিবার

বেতন বেড়েছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের

Advertisement

অবশেষে বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের বেতন ভাতা ও ম্যাচ ফি। এমন খবরই নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইড ক্রিকবাজ। সেখানে ওমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি আমরা। পূর্বের চেয়ে প্রায় ২০ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের। জুলাইমাস থেকেই এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন তারা। এছাড়াও তাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বিগুন।

ম্যাচ ফি নিয়ে নাদেল বলেন, প্রতিটি আন্তর্জাতিক ওয়াডে ম্যাচে নারী ক্রিকেটাররা আগে পেতো ১০০ ডলার করে। টি টোয়েন্টি পেতেন ৭৫ ডলার করে তবে এখন থেকে এর চেয়ে বেশি পাবেন তারা।

চার ক্যাটাগরিতে ২২ জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে মাসিক ৬০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার টাকা ও ‘ডি’ ক্যাটাগরিতে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement