ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ১৬ এর ম্যাচে হারলেই বিদায় নিতে হবে এমন বাস্তবতা মেনেই ফিফা র্য্যাংকিংয়ের ১ নম্বর দলের বিপক্ষে মাঠে নেমেছিলো পর্তুগাল। তবে শেষ রক্ষা হয়নি, বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে দাঁড়াতেই পারেনি পর্তুগাল। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামাল দিতে দিতেই ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে বসে রোনালদোরা। যদিও শুরুর দিকে সুযোগ এসেছিলো তা কাজে লাগাতে পারেনি বড় ম্যাচের বড় তারকা ক্রিস্চানিয়ো রোনালদো। ৪২ মিনিটে উল্টো তাদের জালেই বল জড়ান বেলজিয়ামের হ্যাজার্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চেষ্টার কমতি ছিলো না গত আসরের চ্যাম্পিয়নদের কিন্তু এবার আর সফল হতে পারেনি রোনালদো। তাই শেষ পর্যন্ত ইউরোর শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয় পর্তুগালের। আর একটি গোল করলেই দেশের হয়ে সর্বচ্চো গোল করে নতুন রেকর্ডও গড়া হলো না ক্রিস্চানিয়ো রোনালদের।
এদিকে দিনের আরেক ম্যাচে নেদারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইউরোর শেষ আটে জায়গা করে নিয়েছে চেক রিপাব্লিক।