৯ নভেম্বর, ২০২৪, শনিবার

‘বোকার মতো’ খেলার মাশুল দিয়েছেন নেইমার–এমবাপ্পেরা

Advertisement

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে পিএসজি। গত কয়েক মৌসুমের মতো এবারও কি তাদের স্বপ্ন ভেঙে খানখান হবে? কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচ শেষে ইঙ্গিতটা তো সে রকমই। কাল রাতে ঘরের মাঠে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ফরাসি ক্লাবটি। আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার পিএসজির হারে ক্লাবটির খেলোয়াড়দের দোষই দেখছেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারেনি পিএসজি। ওয়েঙ্গারের মতে, নেইমার-এমবাপ্পেরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছে পিএসজি। সিটির রক্ষণভাগে চাপ সৃষ্টি করেছিল তারা। বেশ কয়েকটি কর্নার পায় তারা এ সময়। এমনই এক কর্নার থেকে ১৫ মিনিটে হেডে গোল করেন পিএসজি ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কুইনহোস। কিন্তু বিরতির পর সিটি ধীরে ধীরে চাপ বাড়িয়েছে পিএসজি রক্ষণে, এই ধকল নিতে পারেনি পিএসজি। ১৪ মিনিটের ব্যবধানে দুটি গোল ও একটি লাল কার্ড হজম করে ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের কিংবদন্তি কোচ ওয়েঙ্গার মনে করেন, দ্বিতীয়ার্ধে খোলসবন্দী ফুটবল খেলে ভুল করেছে মরিসিও পচেত্তিনোর দল। এ সময় তারা ‘আবেগাক্রান্ত হয়ে বোকার মতো আগ্রাসী হয়ে ওঠার’ মাশুল দিয়েছে বলে মনে করেন ওয়েঙ্গার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement