কোপার মিশন শেষে শুরু হওয়ার কথা ছিলো মিশন বার্সেলোনা, কিন্তু সে মিশন ভেস্তে গেলো বিমান বন্দরে বোমা আতঙ্কে। স্পেনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই বিমান বন্দর থেকে ফিরে আসতে হলো মেসিকে। এদিকে স্প্যানিশরা অধির আগ্রহে অপেক্ষা করছেন মেসির জন্য। বার্সেলোনায় ফিরেই নাকি মেসি তাদের সাথে দুই মৌসুমের জন্য চুক্তি করবে এমন খবরই প্রকাশ পেয়েছে স্প্যানিস গণমাধ্যমগুলোতে। তবে এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা কেউই দিতে পারেনি।
এদিকে, স্প্যানিশ গণমাধ্যম এল মুন্দোর বলছে বার্সার সাথে চুক্তি নবায়ন না করার কারণে প্রতিদিন প্রায় ১০ হাজার ইউরো হারাতে হচ্ছে মেসিকে। বাংলাদেশের টাকায় প্রতিদিন মেসি হারাচ্ছেন ১০ লক্ষ টাকার উপরে। এসব ব্যাপার মাথায় রেখেই দ্রুত বার্সার সাথে আলোচনায় বসতে চেয়েছিলো মেসি। এছাড়া সপ্তম ব্যালন ডি’অর জয়ের দৌড়েও এগিয়েও আছেন লিওনেল।
বার্সেলোনার সভাপতি বলছেন, তারা মেসির জন্যই অপেক্ষা করছেন। মেসি কাতালানে ফিরলেই তারা যত দ্রুত পারে মেসির সাথে চুক্তি সম্পন্ন করে ফেলবে।
এবছরের জুন মাসেই লিওনেল মেসির সাথে চুক্তির মেয়াদ শেষ হয় বার্সেলোনার। ফ্রি এজেন্ট হিসেবে এখনও কোন ক্লাবে যোগ দেননি তিনি।