কোপায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল নিয়ে আয়োজিত একটি বেসরকারী টেলিভিশনের টক শো তে এসে ব্যারিস্টার সুমন বলেছিলেন ফুটবল ফেডারেশন হলো কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শিদীর শশুর বাড়ি। তারা শশুরের মেয়ের উপর ভর করে জীবনে এত সাফল্য অর্জন করেছে কিন্তু শশুরের মেয়ের উন্নতির দিকে তাকায়নি কোন সময়। এমন কথার জবাবে সালমা মুর্শেদী রিতিমত সুমনকে থ্রেট দিয়েছিলো।
এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে আলোচনা-সমোলাচনা হলেও চুপ ছিলেন সালাম মুর্শিদী। তবে শেষ পর্যন্ত মুখ খুলেছেন তিনি, বাফুফে ভাবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বলেন, কেউ যদি ফেডারেশনের বিপক্ষে গঠনমুলক সমালোচনা করেন তাহলে অবশ্যই আমরা সেটা মেনে নিবো কিন্তু গঠন মুলক সমালোচনা না করে যদি কেই ব্যাক্তিগত উদ্দেশ্য নিয়ে সমালোচনা করে তবে অবশ্যই আমারা তার প্রতিবাদ করবো।