২৭ জুলাই, ২০২৪, শনিবার

ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের বিপক্ষে ৬৪ শতাংশ মানুষ

Must read

সবকিছু ঠিক থাকলে ব্রাজিলেই বসতে যাচ্ছে এবারের কোপা আমেরকার আসর। এরমধ্যে দল ও ঘোষনা করে ফেলেছে দলগুলি। স্বাগতিক দেশের দলও প্রস্তুত কোপা আমেরিকায় মাঠ মাতাতে। কিন্তু করোনা ভাইরাসের পরিস্থিতি এতটাই খারাপ যে ব্রাজিলের দুই-তৃতীয়ংশ মানুষই চায় না যে কোপা আমেরিক তাদের দেশে অনুষ্ঠিত হোক। মুলত কোপা আমেরিকার আয়োজক ছিলো কলম্বিয়া ও আর্জেন্টিনা। ১০৫ বছরের কোপা ইতিহাসে এবারই প্রথম যৌথ ভাবে এই ফুটবল ইভেন্ট আয়োজন করতে চেয়েছিলো তারা। কিন্তু রাজনৈতির অস্থিতিশিলতার কারণে এই আয়োজন থেকে সরে আসে তারা। পরে আর্জেন্টিনা একা আয়োজনে রাজি হলেও করোনা ভাইরাসের কারণে তারাও সরে দাড়ায়। পরে সিদ্ধন্ত হয় ব্রাজিলে আয়োজনের। প্রথমে বিরধীদল এর বিরুদ্ধে কথা বললেও ব্রাজিলের সরকার সেটি কানে তোলেনি।

১৪ জুন থেকে মাঠের খেলা শুরু হওয়ার আগ মুহুর্তেও ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাধারন মানুষেরা চায়না কোপা আয়োজন। সেই কারণেরই এক্সপি/ইপেসপ একটি জরিপ চালায়। ৭ থেকে ১০ জুন পর্যন্ত এক হাজার সাধারণ মানুষের সাক্ষাতকারের উপর এই জরিপ চালানে হয়। সেখানে ৬৪ শতাংশ মানুষই কোপা আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। আর ২৯ শতাংশ মানুষ কোপা আয়োজনের পক্ষে। এবং বোলসোনারের সমালোচকদের মধ্যে ৮৩ শতাংশই কোপা আয়োজনের বিপক্ষে। আর ৩৫ শতাংশ মানুষ পক্ষে ভোট দিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article