ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের সংখ্যা খুঁজতে গেলে বেরিয়ে আসবে বহু। প্রতি মৌসুমেই এই পাতানো ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনার কম হয় না তারপরও বন্ধ হয় না। কেন বন্ধ হয়না সেটা অজানা নয় কারও। এবারের আসরেও হচ্ছে। কিন্তু খাতা কলমে পাতানো ম্যাচের কোন প্রমাণ মিলছে না। খালি চোখে দেখে যতটা বোঝা যায়, তার উপর ভিত্তি করেই শুরু হয় আলোচনা ও সমালোচনা।
ধরুন ৭ জুলাই বিকেএসপির চার নাম্বর গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়ন ও ওল্ড ডিওএইচএসের ম্যাচের কথাই। সেই ম্যাচে শেষ ১২ বলে ডিওএইচএচের টার্গেট ছিলো মাত্র ১৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ বলে ৩০ রানও অনেক সহজ টার্গেট। যদি দলের হাতে থাকে ৯ উইকেট, তবে তো ১৩ রান করা খুব সম্ভব। সেই ম্যাচে মাত্র ২ রানে হেরেছিলো ডিওএইচএস। যার ফলে সাধারণ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায়ই শুরু হয় আলোচনা সমালোচনা। সবচাইতে বড় ব্যাপার শেষ ৬ বলে ৭ রানের সহজ টার্গেটও পাড়ি দেয়ার চেষ্টা করেনি ডিওএইচএস।
ব্রাদার্স : ১৩৯/৫ (২০.০ ওভারে)
ডিওএইচএস : ১৩৭/৩ (২০.০ ওভারে)
ফল : ব্রাদার্স ২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ :মাইশুকুর রহমান (ব্রাদার্স)।