আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দেশ সেরা বোলার এখন সাকিব। দ্বিতীয় ম্যাচে বল হাতে, নিজের চতুর্থ ওভারের চতুর্থ বলে জিম্বাবুয়ান ব্যাটার চাকাভাকে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব। মিডেল স্ট্যাম্প বরাবর করা বলটি ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন চাকাভা। পরে প্যাডে লেগে বলটি আঘাত করে স্ট্যাম্পে, ফলে ব্যাক্তি গত ২৬ ও দলীয় ৮০ রানেই ড্রেসিং রুমের পথ ধরেন জিম্বাবুয়ের এই ব্যাটার। এই সিরিজে বল হাতে এটি সাকিবের ৬ষ্ঠ শিকার।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান।