১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

ভারতীয় ক্রিকেট দলকে খোঁচা মারলেন মাইকেল ভন

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। ভারতের এই হারে বেশ আনন্দ পেয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। তিনি ভারতের এই হারকে শিক্ষা হিসেবেই নিতে বলছেন। নিজের টুইট একাউন্টে খোঁচা মেরেই কথা বলেছেন তিনি। তিনি লিখেছেন ‘নিউজিল্যান্ডই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে, এই কথাটি আগে থেকে বলে দেওয়ার জন্য ভারতের হাজার হাজার ক্রিকেট অনুরাগীর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত।

টেস্টে চ্যাম্পিয়নশিপ জেতার পর নিউজিল্যন্ডকে অভিনন্দন জানাতে গিয়ে ভন লেখেন, ‘দেড়শ কোটি জনসংখ্যার দেশকে মাত্র ৫০ লাখ জনসংখ্যার একটি দেশ হারিয়ে দেওয়া, এটা খেলাটির জন্য দারুণ ব্যাপার। নিউজিল্যান্ড আগেও অনেকবার (শিরোপার) কাছাকাছি গেছে এবং এবার তারা যোগ্য হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। অনেক বেশি সুযোগ-সুবিধা আছে এমন দেশগুলোর এটা মনে রাখা উচিত। ‘

টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর আগে থেকেই ভারতের বিপক্ষে কথা বলে আসছে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। সে সময় তিনি বলেছিলেন ‘কোহলির চেয়ে উইলিয়ামসন অনেক বড় মাপের ক্রিকেটার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের চেয়ে নিউজিল্যান্ডই এগিয়ে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement