বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশের ফুটবলার। ভারতে বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭জুন মাঠে নামার আগে নিজেদের আরও একটু প্রস্তুত করে নিচ্ছেন তারা। শনিবার সুইমিং ও জিম করেই দিনের অনুশীলন শেষ করেছে বাংলার ফুটবলাররা।
অনুশীলন শেষে দলের সবচাইতে জুনিয়র ফুটবলার রিমন গণমাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ড্রয়ের ফলে পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুণে। তিনি বলেন, বাছাই পর্ব থেকে পয়েন্ট অর্জন করা আমাদের জন্য আসলেই গর্বের। আমরা চাই ভারতের বিপক্ষেও নিজেদের সেরা ফুটবলটা খেলতে এবং তাদের থেকেও পয়েন্ট ছিনিয়ে আনতে।
টাইগার ফুটবলারদের মধ্যে রিমনই সবচাইতে ছোট, এত কম বয়সে জাতীয় দলে খেলে বেশ আনন্দিত তিনি। তার স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলের হবে দীর্ঘদিন সার্ভিস দেওয়া আর মাঠে নেমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ তাই এম ম্যাচেও তেমন কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।
সবকিছু ঠিক থাকলে কাতারে আগামী ৭ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।