ভারতের হয়ে টানা চতর্থ অলিম্পিকে খেলতে যাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ২৩ জুলাই শুরু হতে যাওয়া টোকিও আরিম্পিকে সানিয়া নামবেন ভারতের জার্সি গায়ে। আর এটাই যদি হয় তাহলে প্রথম কোন নারী হিসেবে ভারতের পক্ষে টানা চার অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড় হবার কৃতিত্ব অর্জন করবেন সানিয়া মির্জা।
২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হয় সানিয়াকে। ব্যক্তিগত একক গ্র্যান্ডস্ল্যাম না থাকলেও নারী ডাবলসে ৩ টি আর মিশ্র ডাবলসে ৩ টি শিরোপা আছে সানিয়া মির্জার।