১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার

ভারতে একদিনে ফের করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৩ হাজার

Advertisement

ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত দুইদিনের তুলনায় একটু কম হলেও তা ৯০ হাজারের উপরেই রয়েছে। দেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৭০২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। কর্নাটক, কেরালা, তামিলনাড়ু-এই তিনটি রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য হেরফের হয়নি। কিন্তু মহারাষ্ট্রে তা একলাফে অনেকটা বেড়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের। পাশাপাশি দেশে এখনও অবধি টিকা দেওয়া হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement