২৭ জুলাই, ২০২৪, শনিবার

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

Advertisement
আবারো ৫০ হাজার ছাড়িয়েছে ভারতের দৈনিক সংক্রমণ। বুধবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।
বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছিল। মঙ্গলবারের তুলনায় বুধবার দেশটিতে মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জন রোগীর। এ নিয়ে দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লক্ষের নিচে নেমেছে। দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।
Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement