ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও একই সময়ে দেশটিতে নতুন করে আরও এক লাখ ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত কয়েকদিনে ভারতে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু হার কমেনি। গত ৫ এপ্রিল দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লাখ পেরিয়েছিল। এরপর তা ৪ লাখে পৌঁছে।