ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমেছে। সোমবার (২৮ জুন) ৫০ হাজারের নিচে করোনা শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১ জনে। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যাও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। গত ১৩ এপ্রিলের পর এই প্রথম দেশটির দৈনিক মৃত্যু এক হাজারের নিচে নামল।
গত সাত দিন ধরে ভারতে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে রয়েছে। সেই সঙ্গে দেশটিতে সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৩ হাজার কমে ভারতে এখন সক্রিয় রোগী ৫ লাখ ৭২ হাজার ৯৯৪ জন। তবে গতকাল রোববার পেয়েছেন খুবই কম সংখ্যক মানুষ।
ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ১৭ লাখ ২১ হাজার ২৬৮ জন করোনার টিকা পেয়েছেন। শনিবার টিকা পেয়েছিলেন ৬৪.২৫ লাখ মানুষ। গত সপ্তাহের অধিকাংশ দিনই দেশে একদিনে টিকাকরণ হয়েছে ৬০ লাখের বেশি। তবে ভারতে মোট টিকা দেয়া হয়েছে ৩২ কোটির বেশি মানুষকে।