২৭ জুলাই, ২০২৪, শনিবার

ভারতে শনাক্ত ৬৭ হাজার, মৃত্যু ২৩৩০

Advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে মৃত্যু কমে আসছে দিন দিন। সংক্রমণও নেমেছে লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ৩৩০ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন।

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার ৯০৩ জনের।

সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৩১৩ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৯২২ জনের। আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৭২ জন।

ওয়ার্ল্ডোমিটার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর ভারত তারপর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর রয়েছে ভারত।

ভারতে সংক্রমণ ‘বিস্ফোরণের’ জন্য করোনার ভারতীয় ধরনকে (ডেলটা) অনেকাংশে দায়ী করা হয়।

দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বিনা মূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২১ জুন থেকে এ লক্ষ্যে সব রাজ্য সরকারকে বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement