২৭ জুলাই, ২০২৪, শনিবার

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আপাতত হচ্ছে না: রমিজ রাজা

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েই রমিজ রাজা প্রথমে নিয়োগ দিয়েছেন কোচ। এরপরেই শুরু করে দিয়েছেন ক্রিকেট নিয়ে নানা কার্যক্রম। এর মধ্যে ভারত পাকিস্তান সিরিজ নিয়েও পৌঁছেছেন সিদ্ধান্তে। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আপাতত ভারত-পাকিস্তানের কোন দ্বিপাক্ষিক কোন সিরিজ হওয়ার সম্ভবনা নেই।

গেলো ৮ বছরে আইসিসির ইভেন্ট ছাড়া কোন দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলা হয়নি ভারত-পাকিস্তানের মধ্যে। পিসিবির দায়িত্বে এসে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে ইতিবাচক কিছু শোনাতে পারেননি রমিজ রাজা। তিনি স্পস্ট করেই বলেছেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ম্যাচ আয়োজন সম্ভব না। এই ইস্যু নিয়ে তিনি তারাহুড়োও করতে চান না। রমিজ এখন মনোযোগি হতে চান ঘরোয়া ক্রিকেটের দিকেই।

পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার আরও বলছেন, আমাদের ক্রীড়া কাঠামো অনেক ক্ষেত্রেই আমাদের রাজনীতি দ্বারা প্রভাবিত। তাই ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন এই মুহূর্তে সম্ভব নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement