ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে ইউরোপ অভিমুখী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশ মিসরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী মারা গেছেন। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। সূত্র: রয়টার্স
স্থানীয় সময় শনিবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। নৌকাডুবির ঘটনায় ৪৩ জন মারা গেছেন। ৮৪ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।
কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন তাঁরা লিবিয়া উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের ৬০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেন।