২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

ভূমিহীনদের আপন ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

Advertisement

কুমিল্লার চান্দিনায় চারদিকে ফসলের মাঠ, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভূমিহীনদের আপন ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের আবাসন।

মনোমুগ্ধকর এ আবাসনের ব্যবস্থা করা হয়েছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামে।

ওই গ্রামে একই সঙ্গে ৪০টি ঘর নির্মাণের উদ্যোগ নিয়ে ইতোমধ্যে ১৮টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি ২২টি ঘরের মধ্যে কোনটির রঙের কাজ, কোনটির নির্মাণকাজ চলছে।

আগামী দেড় মাসের মধ্যেই সব কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের এসব আপন ঠিকানার উদ্বোধন করবেন।

চান্দিনার ইউএনও তাপস শীল জানান, এ পর্যায়ের চান্দিনার যত ঘর নির্মাণ করা হয়েছে, তার অধিকাংশই ভালো জায়গায়। শীতের এ মৌসুমে ভোমরকান্দির আবাসনগুলো আসলেই নয়ন জুড়ায়। নির্মাণকাজে আমরা কঠোরভাবে তদারকি করছি। আশা করি যথাসময়েই সব ঘরের কাজ নির্মাণ শেষ হবে।  

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement