ঢাকা প্রিমিয়ার লিগের সুপারলিগ না খেলেই দেশ ছাড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় ভোর চারটায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সে করে দেশ ছাড়েন তিনি। সেখান থেকেই জিম্বাবুয়ে সিরিজে দলের সাথে যোগ দিবেন মিস্টার অলরাউন্ডার। এবারের লিগে মাঠের আইন ভাঙ্গা ও আচরণগত সমস্যার কারণে তাকে তিন ম্যাচের জন্য নিশিদ্ধ করে সিসিডিএম। সেই সাথে ৫ লক্ষ টাকাও জরিমানা করা হয় তাকে। এর আগে তার দল মোহামেডানের অনুশীলনে নেট বোলার ঢুকিয়ে বায়োবাবলের সুরক্ষা বলয় ভেঙ্গে সৃষ্টি করেছিলেন নতুন বিতর্ক। পরে সিসিডিএম থেকে শোকজ দেওয়া হয় মোহামেডানকে।
প্রিমিয়ার লিগ শেষে এ মাসের ২৯ তারিখে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। সাকিব পরিবারের সাথে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি যোগ দিবেন জাতীয় দলের সাথে।