২৭ জুলাই, ২০২৪, শনিবার

মহাখালীর সাততলা বস্তির ভয়াবহ আগুনে হাজারো ঘর ভস্মীভূত

Advertisement

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করেছে। আজ সোমবার ভোর ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ভোর ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে চলে আসেন। 

বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি করে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুতের লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। আগুন পুরোপুরি নেভে সকাল ৯টা ১৫ মিনিটে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement