হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠেই মৃত্যু হলো তরুণ ফুটবলারের। বহু চেষ্টা করেও বাঁচানো গেল না ১৭ বছর বয়সী ওই ফুটবলারকে। গত বৃহস্পতিবার এফএ ইয়ুথ কাপের ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটে। ওয়েস্ট ব্রিজফোর্ডের জানানো হয়, বৃহস্পতিবার নটিংহ্যামের রেগাটা ওয়েতে খেলছিলেন ইংলিশ ফুটবলার ডিলান রিচ। ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে খেলা ছিল। খেলা চলাকালীন মাঠের মধ্যে হঠাৎ পড়ে জ্ঞান হারান তিনি।
পরে খেলা থামিয়ে চিকিৎসকদের ডাকা হয় মাঠে। জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, ডেফিব্রিলেটর দিয়ে শকও দেওয়া হয় এগুলোতে কাজ না হওয়ায় নটিংহ্যামের ক্যুইন্স মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া ডিলান রিচকে। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি। শনিবার ৫ সেপ্টেম্বর হাসপাতেলেই মৃত্যু হয় এই ইংলিশ এ তরুণ ফুটবলার।