অলিম্পিকের মার্চ পাস্টে হুট করেই অংশ নিলেন রোমান সানা ও দিয়া। শুক্রবার তাদের ইভেন্ট ছিলো, শনিবার সাকালে লড়বে শেষ ষোলোর লড়াইয়ে। এই কারণেই অলিম্পিক এসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছিলো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে না রাখার। তারপরও চকম দেখিয়েই তারা যুক্ত হয়েছিলেন মার্চ পাস্টে। আরচারি ফেডারেশনের সভাপতি টোকিও গিয়েই সিদ্ধান্ত পরিবর্তণ করেন বলে জানা গেছে। তিনি গণমাধ্যমে বলেন, আমাদের খেলা আগামীকাল সকাল এগারোটার পর তাই বিশ্রম নেওয়ার সুযোগ ঠিকই পাওয়া যাবে। তাই দলবল নিয়ে তিনি অংশ নিয়েছেন মার্চ পাস্টে।
মার্চ পাস্টে দেশের পতাকা বহন করেছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল। তার সাথে ছিলেন নারী আর্চার দিয়া সিদ্দিকী। টোকিও অলিম্পিকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শেফ দ্যা মিশন শেখ বশির আহমেদ সুমন। তার নেতৃত্বেই বাংলার প্রতিনিধিত্ব করছেন মোট নয়জন। (রোমান,দিয়া ও আরিফ) কোচ রয়েছেন দুজন। আর্চারি ও শ্যুটিং, সাঁতারের নেতা এমবি সাইফ, ডাক্তার শফিকুল ও প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান বাবু।