কোপা আমেরিকা ফুটবলের ইতিহাসে প্রায় ১৪ বছর পরে ফাইনালে উঠেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ (বুধবার) ভোরে কলোম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশের কোটি আর্জেন্টিনা ভক্তের মধ্যে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও একজন।
সেই কারণেই হয়তো ফেসবুক পেজে আর্জেন্টিনা-ব্রাজিলের ফাইনাল খেলা নিয়ে দিয়েছের স্ট্যাটাস। মাহি সেখানে লিখেছেন
ফাইনালের দিন ব্রাজিলের সাপোটারদের সাথে বসে খেলা দেখবো আর্জেন্টিনার টি-শার্ট পড়ে ইনশাআল্লাহ।
সব কিছু ঠিক থাকলে আসছে ১০ জুলাই মুখোমুখি হবে ফুটবর বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।