মিরাজের চক্করে বারেবারেই সেঞ্চুরির কাছে গিয়েও তা থেকে বঞ্চিত হতে হচ্ছে জিম্বাবুয়ে দলের ক্যাপ্টের ব্রান্ডন টেইলরকে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসেও স্বাগতিকদের ক্যাপ্টেন টেইলরকে সেঞ্চুরি বঞ্চিত করেছিলেন টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ৮২ রানে তাকে ফিরিয়ে দিয়ে টাইগার শিবিরে এনে দিয়েছিলেন স্বস্তি। এবারও তাই করলেন মিরাজ।
বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছিলেন টেইলর। ফিফটি পাড় করে সেঞ্চরির পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু টেইলরকে সেঞ্চুরি করতে দেননি মিরাজ। এবার ৯২ রানে জিম্বাবুয়ের এই তারকা ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে আবারও উল্লাসে মাতেন গেল ইনিংসে পাঁচ উইকেট শিকার করা মিরাজ।