মিশর সফর শেষে জর্ডানে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মাধ্যমে আঞ্চলিক সফরে দ্বিতীয় দেশে পা রাখলেন মোহাম্মদ বিন সালমান। জর্ডান সফর শেষে তিনি তুরস্কে যাবেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, বুধবার আম্মান বিমানবন্দরে সৌদি যুবরাজকে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এবং যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহ স্বাগত জানান। এরপর আল হুসাইনিয়াহ রাজপ্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে মিলিত হন জর্ডানের বাদশা ও যুবরাজ।
এর আগে মঙ্গলবার কায়রো সফরে সৌদি যুবরাজ মিশরের সঙ্গে প্রায় ৮শ কোটি ডলার সমমূল্যের ১৪টি চুক্তি করেন। এরমধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, খাদ্য, বন্দর এবং লজিস্টিক।