২৭ জুলাই, ২০২৪, শনিবার

মিয়ানমারের তৈরি অস্ত্র হত্যা করছে তাদের জনগণদের

Advertisement

মিয়ানমারের সামরিক বাহিনী দেশেই বড় পরিসরে জীবনঘাতী অস্ত্র উৎপাদন করছে। যে অস্ত্র তারা ব্যবহার করছে নিজেদের জনগণের ওপর হত্যা ও দমন-পীড়ন চালানোর কাজে।

জাতিসংঘ জানিয়েছে, ১৩টি দেশের বেশ কয়েকটি কোম্পানি মিয়ানমার সেনাবাহিনীকে এসব অস্ত্র তৈরিতে সহায়তা করছে। 

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপানের কোম্পানিও আছে মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র তৈরিতে সহায়তা করার তালিকায়। মিয়ানমারকে একঘরে করে রাখতে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার পরও তারা সহায়তা অব্যাহত রাখছে।

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, জান্তা সরকারের বিরুদ্ধে কথা বলা মানুষের ওপর মিয়ানমার সামরিক বাহিনী দেশে উৎপাদন করা এসব অস্ত্র ব্যবহার করছে।

জাতিসংঘভুক্ত বেশ কয়েকটি দেশ মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র তৈরিতে সহায়তা করে যাচ্ছে। 

জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের অস্ত্রকারখানার যন্ত্রগুলো আসছে জার্মানি, জাপান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র থেকে। আর অস্ত্র তৈরির সফটওয়্যার আসে ইসরায়েল ও ফ্রান্স থেকে এমনটাই ধারণা করা হচ্ছে।

অস্ত্র তৈরির কাচামালের অধিকাংশই মিয়ানমার পেয়ে থাকে প্রতিবেশী কয়েকটি বৃহৎ দেশ থেকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement