২৭ জুলাই, ২০২৪, শনিবার

মীরাবাই চানুর কল্যানে টোকিও অলিম্পিকে প্রথম পদক জিতলো ভারত

Advertisement

এবারের অলিম্পিকে ভারতের হয়ে টোকিওটে গেছেন মোঠ ১২৭ জন খেলোয়াড়। ১৮ জিসিপ্লিনের এই বিশাল বহরে ভারোত্তোল ছিলেন মাত্র একজন। আর সেই একজনই ভারতকে পদক এনো দিলো অলিম্পিকে। ৪৯ কিলো বিভাগে জিতে দেশকে পদক এনে দিয়েছেন সাইখম চানু। এর আগে এশিয়ান ওয়েটলিফটিংয়ে ১১৯ কেজিতে রেকর্ড গড়েছিলেন তিনি। সেই সাথে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন সেরা হওয়ার মুকুট।

এবার অলিম্পিকে ২০২ কেজি ওজন তুলে মিরাই জিতে নিলেন রৌপ্য পদক। ২১০ কেজি ওজন তুলে এবারের অলিম্পিকে রেকর্ড গড়েছেন চীনা ভারোত্তোলক ঝৌ হৌ। ব্রোঞ্জ জিতেছেন কান্টিকা। এই পদক অর্জন করতে তার তুলতে হয়েছে ১৯৪ কেজি ওজন।

ভারতের তারকা মিরাইয়ের পদক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী থেকে শুরু করে ভারতের সব সেলিব্রেটিরা তাকে অভিনন্দন জানিয়েছেন, মোদী তার টুইটারে লিখেছেন, বিশ্বে ভারতের সম্মান বাড়িয়ে দিয়েছে চানু। ভারোত্তলনে রুপা জেতায় তাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার ফেসবুক পেজে লিখেছেন, মীরাবাই চানু যেভাবে পদক জিতেছে তা আসলেই অসাধারণ। তিনি ভারতকে গর্ব করার উপলক্ষে এনে দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement