৯ অক্টোবর, ২০২৪, বুধবার

মুশফিকের দাপুটে ব্যাটিংয়ে উড়ে গেলো ব্রাদার্স ইউনিয়ন

Advertisement

এর আগের ম্যাচের মতই এ ম্যাচেও বৃষ্টির বাধায় হুমকির মুখে পড়ে আবাহনীর ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে খেলা। ২০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ১১ ওভারে। টস জিতে ফিল্ডিংয়ে নামে ঢাকার জায়ান্টরা। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ১১ ওভার শেষে ৫ উইকেটে রান তোলে ১০১।

আলাউদ্দিন ২৪ আর সাগর অপরাজিত ছিলেন ২৫ রানে। মিজানুর আর জুনায়েদ করেছেন ২০ রান করে। আবাহনীর হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাকিব। আর ২ উইকেট শিকার করেন আরাফাত সানি।

ব্রাদার্সের দেওয়া ১০২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে মুশফিক ও নাাঈমের চওড়া ব্যাটের আঘাতে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা আবাহনী। মুশফিক অপরাজিত ছিলেন ৩৭ রানে। নাঈম ছিলেন ৩৬ রানে আনবিটেন। আরেক ব্যাটার মুমিন করেন ১৯ রান। বল হাতে ব্রাদার্সের হাবিবুর নিয়েছেন ১ উইকেট।

টস : আবাহনী লিমিটেড
ব্রাদার্স ইউনিয়ন: ১০১/৫ (১১ ওভার)
আলাউদ্দিন ২৪*, সাগর ২৫*, মিজানুর ২০, জুনায়েদ ২০
সাকিব ৯/৩, সানি ৫/২

আবাহনী লিমিটেড: ১০২/১ (৯.৫ ওভার)
মুশফিক ৩৭*, নাঈম ৩৬* মুনিম ২৫
হাবিবুর ১৯/১

ফল:আবাহনী লিমিটেড ৯ উইকেটে জয়ী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement