কয়েকদিন আগে উরুগুয়ের সাথে ১-০ গোলে জিতে ড্রেসিং রুমে পুরো দলকে নিয়ে ছবি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন মেসি। নিজের ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করার সাথে সাথেই ছড়িয়ে পরে সারা বিশ্বে। মেসির এই আনন্দ দেখে আনন্দিত হয়েছিলো আর্জেন্টিনা ভক্তরা। সেই মেসির পথেই হাঁটলেন আর্জেন্টিনার চীরপ্রতিদ্বন্দি ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার।
কোপায় কলোম্বোর বিপক্ষে ২-১ গোলের জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তারপরই নিজের ফেসবুক পেজে পুরো দলকে নিয়ে জয়ের উল্লাসের ছবি প্রকাশ করেছেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে। ব্রাজিল ভক্তরাও নেইমারের পোস্ট করা ছবিটি নিয়ে বেশ আবেগী হয়ে উঠেছেন। তবে নেইমারের এই আনন্দ যে গোটা বিশ্বের ব্রাজিল ভক্তদের নতুন স্বপ্ন দেখাচ্ছে সেটা নিশ্চিত। ভক্তরা প্রত্যাশা করচে ফাইনালে উঠে আবারও এমন একটি ছবি পোস্ট করবেন নেইমার।